চীনের প্রেসিডেন্টের নববর্ষের শুভেচ্ছাবাণী চীনাদের মুখে মুখে আলোচিত হচ্ছে
  2020-01-01 17:02:45  cri
জানুয়ারি ১: চীনের প্রেসিডেন্টের দেওয়া ২০২০ সালের নববর্ষের শুভেচ্ছাবাণী সমাজের বিভিন্ন মহলে ব্যাপক আলোচিত হচ্ছে। বিভিন্ন জায়গার বিভিন্ন মহলের লোকজন বলছে, প্রেসিডেন্ট সি চিন পিংয়ের নববর্ষের শুভেচ্ছাবাণী আবেগপূর্ণ এবং মানুষের হৃদয়কে উষ্ণ করেছে; তারা প্রেসিডেন্ট সি'র কথামতো 'সময়কে গুরুত্ব দেবে এবং যত বেশি সম্ভব অগ্রগতি অর্জনের জন্য চেষ্টা চালাবে'। তারা নিজ নিজ কর্মস্থলে আরও পরিশ্রম করবে এবং নতুন বছরকে স্বাগত জানাবে।

কুয়াংচৌ থিয়ানহ্য এলাকার হংকং ও ম্যাকাও যুবসেবা কেন্দ্রের পরিচালক লিন হুই বিন বলেন, কুয়াংতুং-হংকং-ম্যাকাও বৃহত্তর উপসাগরীয় অঞ্চল স্থাপন করা হলো চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের রাষ্ট্রীয় কৌশলের বিন্যাস। ২০২০ সালের নববর্ষের শুভেচ্ছাবাণীতে প্রেসিডেন্ট সি চিন পিং বলেন যে, কুয়াংতুং-হংকং-ম্যাকাও বৃহত্তর উপসাগরীয় অঞ্চলের নির্মাণ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। নতুন বছর আমরা অব্যাহতভাবে হংকং ও ম্যাকাও-এর যুবকদের উপসাগরীয় অঞ্চলের উন্নয়নে যোগ দিতে সহায়তা করবো।

২০২০ সালে চীন সার্বিক সচ্ছল সমাজ গড়ে তুলবে, এ বছরও দারিদ্র্যবিমোচনের লক্ষ্য বাস্তবায়নের গুরুত্বপূর্ণ একটি বছর। নববর্ষের শুভেচ্ছাবাণীতে প্রেসিডেন্ট সি চিন আবারও সেই যুদ্ধে জয়ী হওয়ার দৃঢ়তা তুলে ধরেছেন।

(শুয়েই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040