মার্কিন গণমাধ্যম চায়না মিডিয়া গ্রুপের মহাপরিচালকের নববর্ষের শুভেচ্ছাবাণীর উদ্ধৃতি দিয়েছে
  2020-01-01 19:48:24  cri
জানুয়ারি ১: যুক্তরাষ্ট্রের ইউএস কমার্স নিউজ আজ (বুধবার) চায়না মিডিয়া গ্রুপের মহাপরিচালক শেন হাই সিয়োংয়ের নববর্ষের শুভেচ্ছাবানীর উদ্ধৃতি দিয়ে প্রবন্ধ প্রকাশ করেছে।

মার্কিন ওই প্রবন্ধে বলা হয়, নববর্ষের শুভেচ্ছাবাণীতে চায়না মিডিয়া গ্রুপের মহাপরিচালক শেন হাই সিয়োং বলেছেন, সার্বিক ও ন্যায়সঙ্গতভাবে এবং বৈষয়িক বিশ্বের খবর প্রচার করা হলো সিএমজি'র নিয়ম; সিএমজি সবসময় এই নিয়মে অবিচল রয়েছে। সিএমজি উন্মুক্ত ও সহযোগিতার মনোভাব পোষণ করে দেশ-বিদেশের গণমাধ্যমের সঙ্গে সমভাবে মতবিনিময় করে। এ বছর তিনি যথাক্রমে দি আসোসিয়েটেড প্রেস (এপি), রয়টার্স, এজেন্সি ফ্রান্স প্রেস (এএফপি) এবং ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিবিসি)-সহ ১৫০টিরও বেশি আন্তর্জাতিক গণমাধ্যমের দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে মতবিনিময় ও আলাপ করেছেন, পারস্পরিক মতৈক্য জোরদার করেছেন।

প্রবন্ধে মহাপরিচালক শেন হাই সিয়োংয়ের কথা উদ্ধৃতি দিয়ে বলেন, খুব পরিতাপের বিষয় হলো, কিছু পাশ্চাত্য গণমাধ্যম, জানি না কী কারণে, চীন সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে 'স্পষ্ট অন্ধত্ব' বজায় রেখেছে। তারা গুজব ও মিথ্যাচারকে খবরের মতো করে প্রচার করছে, কিছু খবর ইতোমধ্যে উপন্যাসের মতো হয়েছে। আমরা সবাই মনে করি, সত্যতা হলো খবরের প্রাণ। যদি কল্পনা থেকে খবর প্রচার করি, খবরকে গল্প-উপন্যাস মনে করি, তা যে কোনো গণমাধ্যমের প্রতি মানুষের বিশ্বাসযোগ্যতা নষ্ট করবে। আমরা প্রত্যেক পেশার ক্ষেত্রেই এ বিষয়ে সতর্ক করব।

(শুয়েই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040