হংকং কোনো বিদেশি রাজনীতিকের দাবার ঘুঁটি নয়: সিআরআই সম্পাদকীয়
  2020-01-02 18:51:41  cri
জানুয়ারি ২: হংকং কোনো বিদেশি রাজনীতিকের দাবার ঘুঁটি নয় বলে মন্তব্য করেছে চীন আন্তর্জাতিক বেতার বা সিআরআই সম্পাদকীয়। সম্প্রতি কিছু বিদেশের রাজনীতিক চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রশাসক কেরি লামকে দেওয়া এক যৌথ চিঠিতে হংকংয়ের স্বাধীনতা ও আইনের বিরুদ্ধে অভিযোগ করে এবং সামাজিক শৃঙ্খলা রক্ষার দায়িত্বপালনকারী হংকং পুলিশের বদনাম করে। এ সম্পর্কে হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল গতকাল (বুধবার) ভোরে প্রকাশিত এক বিবৃতিতে তার জবাব দিয়েছে।

বিবৃতিতে বলা হয়, তাদের উদ্দেশ্য কি? আসলে সবাই জানে, তারা হংকংকে বিশৃঙ্খল করার মাধ্যমে চীনের উন্নয়নে বাধা সৃষ্টি করতে চায়। এই চিঠি হংকং সরকারকে চাপ দেওয়া ও চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করা ও চীনের ওপর 'আন্তর্জাতিক চাপ' সৃষ্টির নতুন পদ্ধতি।

আসলে হংকং পুলিশ সবসময় সংযম বজায় রাখে। তারা 'বিক্ষোভকারীদের' বিরুদ্ধে অভিযান চালায় না। শুধু অবৈধ কাজে জড়িত বিক্ষোভকারীর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেয়। যা পুরোপুরি আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সঙ্গতিপূর্ণ। হংকংয়ে বিশৃঙ্খল অবস্থা শুরুর পর কোনো 'বিক্ষোভকারী' পুলিশের আঘাতে নিহত হয়নি। তবে ৫২০জন পুলিশ দায়িত্ব পালনের সময় আহত হয়েছেন। এতে কে ঠিক, কে ভুল, একেবারে সুস্পষ্ট।

২০২০ সালের নববর্ষের শুভেচ্ছাবাণীতে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আন্তরিকভাবে আশা করেছেন, হংকং ভালো থাকবে, হংকংবাসী ভালো থাকবে। এটি সব চীনার অভিন্ন আকাঙ্ক্ষা।

(শুয়েই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040