প্রেসিডেন্ট সি'র নববর্ষের শুভেচ্ছাবাণীর উচ্চ মূল্যায়ন করলেন চীনে কিউবার রাষ্ট্রদূত
  2020-01-02 19:01:06  cri

জানুয়ারি ২: নববর্ষের প্রাক্কালে দেওয়া চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের শুভেচ্ছাবাণীর উচ্চ মূল্যায়ন করেছেন চীনে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত কার্লোস মিগুয়েল পেরেইরা। তিনি বলেন, প্রেসিডেন্ট সি'র নববর্ষের শুভেচ্ছাবাণীতে দেখা গেছে, চীন সমৃদ্ধি ও শক্তির পথে রয়েছে। কিউবা মানবজাতির উন্নত ভবিষ্যতের জন্য চীনের সঙ্গে কাজ করতে ইচ্ছুক।

রাষ্ট্রদূত পেরেইরা বলেন, প্রেসিডেন্ট সি'র শুভেচ্ছাবাণী আজ চীনের অবিচ্ছেদ্য উন্নয়ন ও অগ্রগতির সঠিক চিত্র দেখিয়েছে। চীন জনগণের জীবিকা উন্নয়নকে প্রথম স্থানে রেখেছে। প্রযুক্তিগত অগ্রগতি প্রচারের মাধ্যমে জনগণ আরও উজ্জ্বল ও শক্তিশালী দেশ গঠনে একত্রিতভাবে কাজ করেছে। ২০২০ সালে কিউবা ও চীন কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৬০তম বার্ষিকী উদযাপন করবে। কিউবা মানবজাতির উন্নত ভবিষ্যত গঠনে অবদান রাখতে চীনের সঙ্গে কাজ করবে।

(জিনিয়া/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040