থাইল্যান্ডের সাবেক উপ-প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট সি'র শুভেচ্ছাবাণীর উচ্চ মূল্যায়ন করেছেন
  2020-01-02 19:03:19  cri

জানুয়ারি ২: থাইল্যান্ডের সাবেক উপ-প্রধানমন্ত্রী এবং থাই-চীন সাংস্কৃতিক প্রচার কমিটির চেয়ারম্যান ফিনিজ জারুসোব্যাট চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের নববর্ষের শুভেচ্ছাবাণীর উচ্চ মূল্যায়ন করেছেন। তিনি বলেন, প্রেসিডেন্ট সি চিন পিং তাঁর শুভেচ্ছাবাণীতে বলেছেন, 'চীন অবিচলভাবে শান্তিপূর্ণ উন্নয়নের পথে চলবে, বিশ্ব শান্তি বজায় রাখবে এবং অভিন্ন উন্নয়ন প্রচার করবে' একথা তাকে গভীরভাবে স্পর্শ করেছে।

ফিনিজ বলেন, প্রেসিডেন্ট সি যৌথভাবে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং আন্তর্জাতিক সহযোগিতায় সক্রিয় অংশগ্রহণের গুরুত্বের উপর জোর দিয়েছেন, যা মানবজাতির উন্নতি ও ঐক্যের জন্য গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, প্রেসিডেন্ট সি চিন পিং জোর দিয়ে বলেছেন, ঝড় যতই তীব্র হোক না কেন, চীন নিশ্চয়ই তা কাটিয়ে উঠবে এবং চীনা জনগণকে দারিদ্র্যের হাত থেকে মুক্ত করবে।

(জিনিয়া/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040