গত বছর বেইজিংয়ে চমত্কার দিনের সংখ্যা ৬০ শতাংশ ছাড়িয়েছে
  2020-01-03 17:07:35  cri
জানুয়ারি ৩: ২০১৯ সালের পরিসংখ্যানে দেখা যায়, রাজধানী বেইজিংয়ের আবহাওয়ার গুণগত মান স্পষ্টভাবে উন্নত হয়েছে। বছরজুড়ে চমত্কার দিনের পরিমাণ ২৪০ দিন বা ৬০ শতাংশ ছাড়িয়েছে। সারা বছর ভারী দূষণযুক্ত দিন ছিল মাত্র ৪টি।

আজ (শুক্রবার) বেইজিংয়ের প্রাকৃতিক পরিবেশ ব্যুরো সূত্র এ খবর জানিয়েছে।

বেইজিং পৌর প্রাকৃতিক পরিবেশ ব্যুরোর পরিবেশবান্ধব ও তত্ত্বাবধান কেন্দ্রের মহাপরিচালক লিউ পাও সিয়েন বলেন, অতি ক্ষুদ্র কণা বা পিএম২.৫ বেইজিংয়ের আবহাওয়ার প্রধান দূষিত পদার্থ।

সাম্প্রতিক বছরগুলোতে বেইজিং মহানগর কর্তৃপক্ষ মোটর গাড়ির জ্বালানি ব্যবস্থা উন্নত করা, দূষিত শিল্পপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া এবং ধুলো নিয়ন্ত্রণসহ বিভিন্ন পদ্ধতিতে বায়ুদূষণ নিয়ন্ত্রণ করে আসছে।

২০২০ সালে বেইজিং আরও বাস্তব পদক্ষেপ নিয়ে দূষণ প্রতিরোধ ও পরিচালনা ব্যবস্থা এগিয়ে নেবে বলে জোর দিয়ে উল্লেখ করেন মহাপরিচালক।

(লিলি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040