নিইউয়র্ক টাইম সিনচিয়াং-এর বিরুদ্ধে কল্পিত উপন্যাসের মতো মিথ্যাচার করেছে: সিআরআই সম্পাদকীয়
  2020-01-03 18:56:17  cri
জানুয়ারি ৩: সম্প্রতি নিইউয়র্ক টাইমস পত্রিকার এক প্রবন্ধে বলা হয়, চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের সরকার মানুষকে তথাকথিত 'পেশা পরিবর্তন' করাচ্ছে। স্থানীয় সরকার 'বল প্রয়োগ করে' উইগুরজাতি-সহ সংখ্যালঘু জাতির নাগরিকদের কাজ করাচ্ছে। এই অভিযোগ একেবারে ভিত্তিহীন। এটি স্থানীয় সরকারের স্বাভাবিক দারিদ্র্যবিমোচন ও কর্মসংস্থান কর্মসূচি। নিইউয়র্ক টাইমসের খবর আদতে কোনো খবর নয়, বরং কল্পিত উপন্যাসের মতো।

প্রাকৃতিক পরিবেশসহ বিভিন্ন উপাদানের কারণে সিনচিয়াংয়ে, বিশেষ করে সংখ্যালঘুজাতি অধ্যুষিত দক্ষিণ সিনচিয়াং-এর অর্থনীতি ছিল খুব অনুন্নত। সিনচিয়াংয়ে দারিদ্র্যমোচন ও কর্মসংস্থান সৃষ্টি করা, জনগণের জীবনযাপনের মান উন্নত করাকে গুরুত্ব দেওয়া হয়েছে; যাতে প্রতিটি পরিবারে অন্তত একজনের কর্মসংস্থান হয়। সেই সঙ্গে চীনের ১৯টি প্রদেশ ও শহর সিনচিয়াং-এর উন্নয়নে সাহায্য দিচ্ছে। প্রতি বছর ১৫ বিলিয়ন ইউয়ানেরও বেশি বরাদ্দ দেওয়া হয়, যাতে স্থানীয় বৈশিষ্ট্যময় শিল্প উন্নত হয়।

গত পাঁচ বছরে সিনচিয়াংয়ে ২৩ বিলিয়ন ১৪ কোটি মানুষ দারিদ্র্যমুক্ত হয়েছে। তবে নিইউয়র্ক টাইমসের প্রবন্ধে সিনচিয়াং-এর জনসাধারণের জীবনযাপনের মান উন্নয়ন সম্পর্কে কিছু বলা হয় নি; বরং সিনচিয়াং-এর কর্মসংস্থানের হার বৃদ্ধিকে এক ধরনের 'দুর্যোগ' হিসেবে উল্লেখ করা হয়েছে। পত্রিকাটি আশা করে, সিনচিয়াংয়ের উন্নয়ন বন্ধ হোক, জনগণ দরিদ্রতায় থাকুক।

যারা চীনের সিনচিয়াংয়ে গিয়েছেন, তারা ন্যায়সঙ্গত মন্তব্য করতে পারেন। সত্যের সামনে, পাশ্চাত্য গণমাধ্যমের এসব খবর দারুণ হাস্যকর!

(শুয়েই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040