সিপিসি'র অর্থ কমিটির ষষ্ঠ সভা বেইজিংয়ে অনুষ্ঠিত
  2020-01-04 19:04:33  cri
জানুয়ারি ৪: চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র অর্থ কমিটির ষষ্ঠ সভা গতকাল (শুক্রবার) বিকেলে বেইজিংয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিপিসি'র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।

সভায় প্রেসিডেন্ট সি বলেন, হলুদ নদীর পরিবেশ রক্ষা ও উন্নত করতে হবে এবং ছেং তু থেকে ছুং ছিং পর্যন্ত অর্থনৈতিক বৃত্ত প্রতিষ্ঠার কাজ জোরদার করতে হবে।

সিপিসি'র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য ও চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং, সিপিসি'র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য ওয়াং হু নিং, এবং সিপিসি'র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য ও চীনের উপ-প্রধানমন্ত্রী হান চেং সভায় উপস্থিত ছিলেন। (ওয়াং হাইমান/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040