নয়াদিল্লিতে চীন-ভারত ধ্রুপদী ও সমসাময়িক সাহিত্য অনুবাদ ও প্রকাশনাসংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত
  2020-01-04 19:23:02  cri

 

জানুয়ারি ৪: চীন-ভারত ধ্রুপদী ও সমসাময়িক সাহিত্য অনুবাদ ও প্রকাশনা প্রকল্পসংক্রান্ত সেমিনার গতকাল (শুক্রবার) ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়।

ভারতের নেহেরু বিশ্ববিদ্যালয়, দিল্লি বিশ্ববিদ্যালয়, আম্বেদকর বিশ্ববিদ্যালয় ও টিউন বিশ্ববিদ্যালয় এবং ভারতে চীনা দূতাবাস, চীনা এনসাইক্লোপিডিয়া প্রকাশনা, বেইজিং বিশ্ববিদ্যালয় ও চিয়াংসু প্রদেশের ফিনিক্স প্রকাশনা গ্রুপের প্রতিনিধিরা সেমিনারে অংশ নেন।

সেমিনারে ভারতে চীনা দূতাবাসের সংস্কৃতি ও শিক্ষা কাউন্সিলর চাং চিয়ান স্যিন তাঁর ভাষণে বলেন, চলতি বছর হচ্ছে চীন-ভারত কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী। পরস্পরের সাহিত্য অনুবাদ ও প্রকাশনা প্রকল্প দু'দেশের সম্পর্ক প্রতিষ্ঠা উদ্‌যাপনের ধারাবাহিক অনুষ্ঠানের অংশ। এ প্রকল্প দু'দেশের সাংস্কৃতিক যোগাযোগের শ্রেষ্ঠ সাক্ষী।

উল্লেখ্য, প্রকল্প অনুযায়ী চীনা এনসাইক্লোপিডিয়া প্রকাশনা 'সুর ও কবিতা' ও 'ভারত ও চীন' শীর্ষক গ্রন্থ চীনা ভাষায় প্রকাশ করেছে। পাশাপাশি, হিন্দি ভাষায় 'সাহিত্যের টুকিটাকি সংগ্রহ' ও 'দেখতে অনেক সুন্দর' নামের চারটি চীনা ক্লাসিকল সাহিত্যকর্ম ভারতের বাজারে প্রকাশিত হয়েছে। (ছাই/আলিম/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040