সিনচিয়াং বন্দর দিয়ে চীনের ইউরেশিয়ান অর্থনৈতিক ইউনিয়নগুলোর আমদানি-রফতানি বেড়েছে
  2020-01-04 19:28:30  cri
জানুয়ারি ৪: ২০১৯ সালের নভেম্বর পর্যন্ত, সিনচিয়াং বন্দর দিয়ে ইউরেশিয়ান অর্থনৈতিক ইউনিয়নের সঙ্গে চীনের আমদানি-রফতানির পরিমাণ ছিল ১৯৭১৯ কোটি ইউয়ান, যা ২০১৮ সালের একই সময়ের তুলনায় ৬.৮ শতাংশ বেশি। এর মধ্যে রফতানির পরিমাণ ছিল ১২৭০০ কোটি ইউয়ান, যা ৮.১ শতাংশ বেশি এবং আমদানির পরিমাণ ছিল ৭০১৯ কোটি ইউয়ান, যা ৪.৪ শতাংশ বেশি। এক্ষেত্রে বাণিজ্য উদ্বৃত্ত ছিল ৫৬৮১ কোটি ইউয়ান, যা ১৩.২ শতাংশ বেশি। উরুমুছি'র শুল্ক বিভাগ আজ (শনিবার) এ খবর প্রকাশ করেছে।

উল্লেখ্য ইউরেশিয়ান অর্থনৈতিক ইউনিয়নের সদস্যদেশগুলো হচ্ছে: রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, বেলারুশ ও আরমেনিয়া। এসব দেশ 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের গুরুত্বপূর্ণ অংশীদার। (ছাই/আলিম/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040