চীনে সংস্কৃতি ও পর্যটনের মাধ্যমে দারিদ্র্যবিমোচন কার্যক্রমে সাফল্য অর্জিত
  2020-01-04 19:32:28  cri
জানুয়ারি ৪: চীনে ২০১৯ সালে সংস্কৃতি ও পর্যটনের মাধ্যমে দারিদ্র্যবিমোচন কার্যক্রমে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জিত হয়েছে। চীনা আঞ্চলিক সংস্কৃতি ও পর্যটন ব্যুরোসমূহের মহাপরিচালক পর্যায়ের সম্মেলনে এ তথ্য প্রকাশিত হয়েছে। গতকাল (শুক্রবার) ও আজ (শনিবার) বেইজিংয়ে এ সম্মেলন আয়োজিত হয়।

সম্মেলনে জানানো হয়, গত বছর চীন সরকার ৩.৫৭১ কোটি ইউয়ান ব্যয় করেছে ২৬৩টি অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য সংস্কারের মাধ্যমে দারিদ্র্যবিমোচন কার্যক্রমে। এ ছাড়া, গ্রামীণ পর্যটনের মাধ্যমে দারিদ্র্যবিমোচন এবং অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা ও সংস্কারের মাধ্যমে দারিদ্র্যবিমোচনের লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রশিক্ষণও দেওয়া হয়েছে। মোট ৬ হাজার জন প্রশিক্ষণ গ্রহণ করেছেন। (ছাই/আলিম/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040