সবুজ উন্নয়নের পথে চলছে চীনের ছুং ছিং কেন্দ্রশাসিত মহানগর
  2020-01-05 18:43:27  cri
জানুয়ারি ৫: সবুজ উন্নয়নের পথে এগিয়ে চলেছে চীনের ছুংছিং কেন্দ্রশাসিত মহানগর। ৪ বছর আগে আজকের দিনে তথা ২০১৬ সালের ৫ জানুয়ারি ছুং ছিং কেন্দ্রশাসিত মহানগরে 'ইয়াংসি নদীর অর্থনৈতিক অঞ্চলের উন্নয়নকে এগিয়ে নেওয়া' শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়েছিল। এতে সভাপতিত্ব করেছিলেন চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।

উক্ত আলোচনার পর বিগত চার বছর ধরে ইয়াংসি নদীর অর্থনৈতিক অঞ্চলের উন্নয়নে বিভিন্ন কর্মকাণ্ড চালানো হয়। প্রাকৃতিক পরিবেশ রক্ষা ও পুনর্গঠন, রূপান্তর ও আপগ্রেডেশান, সবুজ উন্নয়ন, এবং ব্যবস্থাগত সংস্কার ও নব্যতাপ্রবর্তনসহ বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি অর্জন করে মহানগরটি।

ইয়াংসি চীনের বৃহত্তম নদী। ইয়াংসি নদীর উজানে ছুং ছিং কেন্দ্রশাসিত মহানগর অবস্থিত। সাম্প্রতিক বছরগুলোতে শিল্প রূপান্তর ও আপগ্রেডেশান, স্থানীয় বৈশিষ্ট্যসম্পন্ন কৃষি, এবং ইয়াংসি নদীর অর্থনৈতিক অঞ্চলের সবুজ উন্নয়ন মজবুত করায় দৃষ্টান্তমূলক ভূমিকা পালন করে এই কেন্দ্রশাসিত মহানগর। (ওয়াং হাইমান/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040