২০১৯ সালে চীনে বিদেশি পর্যটক এসেছেন সাড়ে নয় কোটির বেশি
  2020-01-05 18:44:07  cri
জানুয়ারি ৫: গেল বছর চীনে বিদেশি পর্যটক এসেছেন ৯ কোটি ৭৬ লাখ ৭৫ হাজার। গতকাল (শনিবার) প্রকাশিত চীনের জাতীয় অভিবাসন ব্যবস্থাপনা ব্যুরোর পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

পরিসংখ্যান অনুসারে, ২০১৯ সালে চীন থেকে বিদেশে গেছেন ও বিদেশ থেকে চীনে এসেছেন মোট ৬৭ কোটি মানুষ, যা ২০১৮ সালের তুলনায় ৩.৮ শতাংশ বেশি। এই আসা-যাওয়ায় ব্যবহৃত হয়েছে ৩ কোটি ৬২ লাখ ৩৫ হাজার বিভিন্ন ধরনের যানবাহন, যা ২০১৮ সালের তুলনায় ৩.৪ শতাংশ বেশি।

এ ছাড়া, সারা বছর ধরে চীনের মূল ভূভাগ থেকে বিদেশে গেছেন ও বিদেশ থেকে মূল ভূভাগে এসেছেন মোট ৩৫ কোটি মানুষ। হংকং, ম্যাকাও ও তাইওয়ান থেকে মূল ভূভাগে আসা-যাওয়া করা মানুষের সংখ্যা যথাক্রমে ১৬ কোটি, ৫ কোটি ৩৫ লাখ ৮৭ হাজার, এবং ১ কোটি ২২ লাখ ৭৮ হাজার।

এদিকে, ২০১৯ সালে বেইজিং ও শাংহাইসহ ১৮টি স্থলবন্দরে 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগসংশ্লিষ্ট ৮৯টি বিশেষ চ্যানেল খোলে কর্তৃপক্ষ। এতে পর্যটকদের আশা-যাওয়ার ক্ষেত্রে অনেক সুবিধা হয়। (ওয়াং হাইমান/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040