চীন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদ্বয়ের ফোনালাপ
  2020-01-05 19:38:07  cri
জানুয়ারি ৫: চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল (শনিবার) রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভের সঙ্গে গাল্ফ পরিস্থিতি ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দু'দেশের সহযোগিতা নিয়ে ফোনে আলাপ করেন।

ফোনে ওয়াং ই বলেন, চীন যুক্তরাষ্ট্র-ইরাক মতভেদের ওপর নজর রাখছে। চীন আন্তর্জাতিক সম্পর্কে অস্ত্রের অপব্যবহারের বিরোধী। চীন বিভিন্ন পক্ষকে জাতিসংঘের সংবিধান ও আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতি মেনে চলতে, ইরাকের স্বাধীনতা ও অখণ্ডতাকে সম্মান করতে, এবং মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা সুরক্ষা করতে আহ্বান জানায়।

জবাবে লাভরভ বলেন, রাশিয়া চীনের সঙ্গে এসব ব্যাপারে পুরোপুরি একমত। ইরাকে মার্কিন অভিযান ছিল অবৈধ। রাশিয়া এর তীব্র নিন্দা জানায়। রাশিয়া একতরফা সামরিক তত্পরতার বিরুদ্ধে।

এ ছাড়া, দু'নেতা লিবিয়া ও সিরিয়ার নতুন পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তাঁরা বিশ্বব্যাপী স্থিতিশীলতা সুরক্ষার স্বার্থে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার ব্যাপারেও একমত হন। (ছাই/আলিম/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040