'গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭০ বছর পূর্তিতে সি চিন পিংয়ের গুরুত্বপূর্ণ ভাষণ' নামে বই প্রকাশিত
  2020-01-06 14:29:54  cri
জানুয়ারি ৬: 'গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭০ বছর পূর্তিতে সি চিন পিংয়ের গুরুত্বপূর্ণ ভাষণ' নামের গ্রন্থটি সম্প্রতি চীনা ভাষা ও ইংরেজি ভাষায় বিভিন্ন দেশে প্রকাশিত হয়েছে। চীনের বিদেশি ভাষা প্রকাশনালয় বইটি প্রকাশ করে।

২০১৯ সাল ছিল গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ধারাবাহিকভাবে বেশ কিছু গুরুত্বপূর্ণ উদযাপনী অনুষ্ঠানে অংশ নেন ও গুরুত্বপূর্ণ ভাষণ দেন। প্রেসিডেন্ট সি'র গুরুত্বপূর্ণ ভাষণ গভীরভাবে ৭০ বছরে নয়া চীনের উন্নয়নের মহান প্রক্রিয়া ব্যাখ্যা করেছে, চীনাদের পরিশ্রমের সঙ্গে এগিয়ে যাওয়ার দৃঢ়তার প্রশংসা করেছে, শান্তিপূর্ণ উন্নয়নের পথে চীনের অবিচল থাকার চেতনা তুলে ধরেছে; যা আন্তর্জাতিক সমাজের ব্যাপক দৃষ্টি আকর্ষণ করে।

গ্রন্থে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭০ বছর পূর্তির উদযাপনী অনুষ্ঠানে রাষ্ট্রীয় পদক ও রাষ্ট্রীয় গৌরবময় মর্যাদা প্রদান অনুষ্ঠান এবং জাতীয় দিবসের অভ্যর্থনা অনুষ্ঠানে প্রেসিডেন্টের তিনটি গুরুত্বপূর্ণ ভাষণ অন্তর্ভুক্ত হয়েছে।

(শুয়েই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040