হংকং সম্পর্কে খবর প্রকাশে যুক্তরাষ্ট্রের দ্বৈত মানদণ্ড ফুটে উঠেছে: সুইস গণমাধ্যম
  2020-01-06 14:30:26  cri
জানুয়ারি ৬: সুইজারল্যান্ডের 'নিউ জুরিখ পত্রিকা' সম্প্রতি 'হংকং সম্পর্কিত খবর প্রকাশে যুক্তরাষ্ট্রের বিব্রতকর অবস্থা' শিরোনামে এক প্রবন্ধ প্রকাশ করে। প্রবন্ধে বলা হয়, হংকং সম্পর্কিত খবর প্রকাশে যুক্তরাষ্ট্রের দ্বৈত মানদণ্ড ফুটে উঠেছে।

প্রবন্ধে বলা হয়, হংকং সম্পর্কে না-জানা বা কখনওই সেখানে না-যাওয়া কিছু পাশ্চাত্য গণমাধ্যম সংশোধিত কিছু তথ্যকে তার খবরের ভিত্তি হিসেবে ব্যবহার করতে পছন্দ করে। হংকংয়ে প্রতিনিধি আছে এমন পাশ্চাত্য গণমাধ্যমের হংকং সম্পর্কিত খবরও খুব বিকৃত!

প্রবন্ধে বলা হয়, খবরের সংখ্যা থেকে বোঝা যায়, হংকংয়ের বিক্ষোভ ও মিছিল সম্পর্কে পাশ্চাত্য গণমাধ্যম দ্বৈত মানদণ্ড নিয়ে খবর প্রকাশ করে যাচ্ছে। নিইউয়র্ক টাইমস ও সিএনএনের একতরফা খবর প্রচার তার নিজের এবং অন্যান্য পাশ্চাত্য গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতার ক্ষতি করছে। তারা গণমাধ্যমের মূল দায়িত্ব লঙ্ঘন করেছে।

(শুয়েই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040