বেইজিংয়ে লি খ্য ছিয়াং ও লাওসের প্রধানমন্ত্রীর বৈঠক
  2020-01-06 18:40:14  cri
জানুয়ারি ৬: আজ (সোমবার) চীনা প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং ও লাওসের সফররত প্রধানমন্ত্রী থংলোউন সিরওলিথের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকশেষে দু'নেতা একাধিক সমঝোতাস্মারক স্বাক্ষর অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন।

বৈঠকে লি খ্য ছিয়াং বলেন, লাওসে গুরুত্বপূর্ণ অবকাঠামোগত প্রকল্পসমূহের বাস্তবায়নকাজ এগিয়ে নিয়ে যাবে চীন। পাশাপাশি, অর্থ ও কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা গভীরতর করবে।

তিনি আরও বলেন, লাওসের ভাল ও গুণগত মানসম্পন্ন কৃষিপণ্যকে চীনা বাজারে স্বাগত জানায় বেইজিং। লাওসসহ আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে যৌথভাবে আঞ্চলিক অর্থনৈতিক একীকরণ প্রক্রিয়াকে এগিয়ে যেতে চীন ইচ্ছুক।

এসময় লাওসের প্রধানমন্ত্রী বলেন, চীনের দেশ-প্রশাসনের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় তাঁর দেশ। বাণিজ্য, পুঁজি, পর্যটন ও কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা গভীরতর করার পাশাপাশি, লাওস ও চীনের রেলপথ প্রকল্প সুষ্ঠুভাবে কাজে লাগাতে হবে বলেও জানান তিনি। (ওয়াং হাইমান/আলিম/ছাই )

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040