কুয়েত-কাতার প্রাকৃতিক গ্যাস সরবরাহ চুক্তি স্বাক্ষরিত
  2020-01-06 18:40:54  cri
জানুয়ারি ৬: কুয়েত সফররত কাতারের জ্বালানি-প্রতিমন্ত্রী গতকাল (রোববার) কুয়েত সিটিতে সেদেশের তেলমন্ত্রীর সঙ্গে প্রাকৃতিক গ্যাস সরবরাহসংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী, ২০২২ সাল থেকে কাতার ১৫ বছরে কুয়েতে প্রায় ৩০ লাখ টন তরল প্রাকৃতিক গ্যাস রফতানি করবে। কুয়েত তেল কোম্পানি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, দু'মন্ত্রী কুয়েত তেল কোম্পানি ও কাতার তেল কোম্পানির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। কুয়েতের অর্থনীতির উন্নয়ন ত্বরান্বিত করা এবং প্রাকৃতিক গ্যাসসহ পরিস্কার জ্বালানিসম্পদের চাহিদা পূরণের লক্ষ্যে কাতার থেকে প্রাকৃতিক গ্যাস আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। (ছাই/আলিম/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040