মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন চীন: মুখপাত্র কেং শুয়াং
  2020-01-06 18:47:18  cri
জানুয়ারি ৬: মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন চীন। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা সুরক্ষা বিশ্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেং শুয়াং আজ (সোমবার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।

তিনি বলেন, চীন বিভিন্ন পক্ষকে জাতিসংঘের সংবিধান ও আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতির ভিত্তিতে সকল দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার স্বার্থে একযোগে কাজ করতে আহ্বান জানায়।

মুখপাত্র আরও বলেন, চীন মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিতিশীলতা সুরক্ষার জন্য গঠনমূলক ভূমিকা পালন করে যাবে। (ছাই/আলিম/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040