দ্বন্দ্বের দুষ্ট চক্র থেকে বেরিয়ে আসতে হবে: সিআরআই সম্পাদকীয়
  2020-01-06 18:49:00  cri
জানুয়ারি ৬: ইরানের আইআরজিসি'র কমান্ডার কাসেম সুলাইমানি মার্কিন হামলায় নিহত হওয়ার আরেক কমান্ডার গোলামালি আবুহামজাহ বলেন, 'মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে প্রায় ৩৫টি মার্কিন লক্ষ্যবস্তু এবং ইসরাইলের তেল আবিব আমাদের আঘাতের আওতায়।' এর প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ার করে দিয়ে বলেন, ইরান যদি কোনো মার্কিন নাগরিক বা লক্ষ্যবস্তুতে হামলা চালায়, তবে যুক্তরাষ্ট্র ইরানের ৫২টি লক্ষ্যবস্তুতে তীব্র প্রত্যাঘাত হানবে। ট্রাম্প এদিন সামাজিক যোগাযোগমাধ্যমে এ হুমকি দেন। বলা চলে, দু'দেশ পুনরায় দ্বন্দের দুষ্ট চক্রে পড়ে গেছে। আন্তর্জাতিক সমাজ এ ব্যাপারে উদ্বিগ্ন।

ইতিহাস প্রমাণ করেছে, একতরফা শক্তির প্রয়োগ সফল হয় না। পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকার পরিস্থিতি বিশৃঙ্খল এবং মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতি অশান্তিপূর্ণ। কোনো কোনো পাশ্চাত্য দেশের সমর্থনে সরকারবিরোধী সশস্ত্র সংস্থা বিশ্বের শৃঙ্খলা নষ্টে তত্পর। চরমপন্থি সংস্থা আইএস প্রমাণ করেছে যে, যুক্তরাষ্ট্র সন্ত্রাস দমনে ব্যর্থ।

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সংবেদনশীল ও জটিল। সামরিক পদ্ধতি ও চরম চাপ প্রয়োগের মাধ্যমে সমস্যা সমধান করা যায় না। বিভিন্ন পক্ষের উচিত রাজনৈতিক বুদ্ধি দিয়ে জাতিসংঘ সংবিধান ও আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতি সুরক্ষা করে যথাশীঘ্র সম্ভব দ্বন্দ্বের দুষ্ট চক্র থেকে বেরিয়ে আসা। (ছাই/আলিম/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040