বেইজিংয়ে চীনা প্রেসিডেন্টের সঙ্গে লাওসের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
  2020-01-06 19:33:37  cri
জানুয়ারি ৬: চীন সফররত লাওসের প্রধানমন্ত্রী থংলউন সিসোলিথ আজ (সোমবার) বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাতে প্রেসিডেন্ট সি বলেন, চীন ও লাওস পরস্পরের প্রতিবেশী ও বন্ধু। দু'দেশের উচিত উচ্চ পর্যায়ের যোগাযোগ বজায় রাখা।

তিনি আরও বলেন, দু'দেশের উচিত যৌথভাবে উন্নয়নশীল দেশগুলোর অভিন্ন স্বার্থ সুরক্ষা করা। চীন-লাওস অর্থনৈতিক করিডোর নির্মাণকাজ দ্রুততর করতে হবে।

জবাবে থংলউন বলেন, লাওস চীনা উন্নয়নের অভিজ্ঞতা থেকে শিখতে চায়। চীনা সাফল্য লাওসকে দৃঢ়ভাবে সমাজতন্ত্রের পথে চলতে উত্সাহ দেয়। (ছাই/আলিম/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040