তেহরানে কাশেম সুলাইমানির শেষকৃত্যানুষ্ঠান
  2020-01-07 15:16:50  cri

জানুয়ারি ৭: মার্কিন ড্রোন হামলায় নিহত ইরানের রেভল্যুশনারি গার্ড বাহিনীর শাখা কুদস ফোর্সের প্রধান মেজর জেনারেল কাশেম সুলাইমানির শেষকৃত্যানুষ্ঠান গতকাল (সোমবার) ইরানের রাজধানী তেহরানে আয়োজিত হয়।

ইরানের তথ্যমাধ্যমের খবরে প্রকাশ, কয়েক লাখ ইরানি এ উপলক্ষ্যে এদিন তেহরানে জড়ো হন। তাঁদের হাতে ছিল কাশেম সুলাইমানির ছবি, গায়ে কালো কাপড়। এ সময় তাঁরা বুক চাপড়ে মাতম করছিলেন এবং 'আমেরিকা নিপাত যাক' শ্লোগান দিচ্ছিলেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং প্রেসিডেন্ট হাসান রুহানি শেষকৃত্যানুষ্ঠানে উপস্থিত ছিলেন। আজ (মঙ্গলবার) কাশেম সুলাইমানিকে তাঁর জন্মস্থান, ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলের কেরমান শহরে দাফন করা হবে বলে জানা গেছে। কুদস ফোর্সের নতুন কমান্ডার হিসেবে দায়িত্ব নিয়েছেন ইসমাইল কানি।

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ এদিন সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক অস্তিত্ব শিগগিরি বিলুপ্ত হবে।

উল্লেখ্য, গত শুক্রবার ভোরে ইরাকের রাজধানী বাগদাদের বিমানবন্দরের কাছে ড্রোন হামলায় কাশেম সুলাইমানিকে হত্যা করে যুক্তরাষ্ট্র। একই হামলায় নিহত হন ইরাকের শিয়া মিলিশিয়া গ্রুপের নেতাসহ আরও নয় জন। ঘটনার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি 'চরম প্রতিশোধ' নেওয়ার হুমকি দেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও যে-কোনো ইরানি হামলার পাল্টা কঠিন জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। (শুয়েই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040