বেইজিংয়ে 'ইউরেশিয়ান হিউম্যানিটিস স্টাডিজ' পত্রিকার মোড়ক-উন্মোচন অনুষ্ঠান
  2020-01-07 18:37:19  cri
জানুয়ারি ৭: 'ইউরেশিয়ান হিউম্যানিটিস স্টাডিজ' শীর্ষক পত্রিকার মোড়ক-উন্মোচন অনুষ্ঠান বেইজিং বিদেশি ভাষা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুন ইয়ৌ চুং, সিপিসি'র কেন্দ্রীয় কমিটির পার্টিস্কুলের উপাচার্য লি চুন রু অনুষ্ঠানে ভাষণ দেন।

'ইউরেশিয়ান হিউম্যানিটিস স্টাডিজ' পত্রিকার আগের নাম ছিল 'রুশ ভাষা শেখা'। এটি বেইজিং বিদেশি ভাষা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিদেশি ভাষা শিক্ষাদান ও গবেষণা প্রকাশনা সংস্থার সহায়তায় প্রতিষ্ঠিত বহুমুখী একাডেমিক জার্নাল।

বেইজিং বিদেশি ভাষা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুন ইয়ৌ চুং বলেন, এই পত্রিকা চীন ও ইউরেশিয়ানের মধ্যে হিউম্যানিটিস স্টাডিজ খাতের এক নতুন প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। এই পত্রিকা বহুপাক্ষিক অঞ্চলে নিজের বৈশিষ্ট্য গড়ে তুলবে বলে তিনি আশা প্রকাশ করেন। (ওয়াং হাইমান/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040