২০১৯ সালে চীন কর ও ব্যয় কমিয়েছে ২ ট্রিলিয়ন ইউয়ানের বেশি
  2020-01-07 18:40:45  cri
জানুয়ারি ৭: চীনের জাতীয় কর সাধারণ ব্যুরোর সাম্প্রতিক পরিসংখ্যান অনুসারে, ২০১৯ সালে চীন কর ও ব্যয় কমিয়েছে ২ ট্রিলিয়ন ইউয়ান আরএমবি'রও বেশি, যা জিডিপি'র প্রায় ২ শতাংশ।

জানা গেছে, গত বছর চীনের বিভিন্ন শিল্পে কর বিভিন্ন মাত্রায় কমানো হয়। ২০১৯ সালে ব্যক্তিগত আয়কর কমানোর কারণে ভোগে ব্যয় বেড়েছে ৩০০ বিলিয়ন ইউয়ান।

উল্লেখ্য, ২০১৯ সালে চীনের জাতীয় কর সাধারণ ব্যুরো ধারাবাহিক সুবিধাজনক ব্যবস্থা গ্রহণ করে। এতে কর আদায়ের পরিষেবা ও ব্যবসায়ের পরিবেশ অনেক উন্নত হয়। (ছাই/আলিম/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040