'চীনের গ্রামীণ শ্রমিকদের বেতন' সুনিশ্চিত করার নিয়ম-বিধি প্রকাশিত
  2020-01-07 18:40:15  cri
জানুয়ারি ৭: চীনের রাষ্ট্রীয় পরিষদে 'চীনের গ্রামীণ শ্রমিকদের বেতন' সুনিশ্চিত করার নিয়ম-বিধি গৃহীত হয়। নিয়ম-বিধিতে স্পষ্টভাবে বলা হয়েছে, নিয়ম অনুসারে সময়মতো গ্রামীণ শ্রমিকদের বেতন পরিশোধ করতে হবে। এর অন্যথা হলে আইনানুসারে শাস্তি পেতে হবে। আজ (মঙ্গলবার) সকালে রাষ্ট্রীয় পরিষদের এক প্রেস ব্রিফিংয়ে এই নিয়ম-বিধি বিস্তারিতভাবে প্রকাশিত হয়।

ব্রিফিংয়ে চীনের জনসম্পদ ও সামাজিক সুনিশ্চয়তা বিভাগের উপ-প্রধান চাং ই ছুয়ান বলেন, গ্রামীণ শ্রমিকদের বেতন হচ্ছে তাদের সবচেয়ে মৌলিক স্বার্থ। বেতন পরিশোধ-ব্যবস্থা হচ্ছে শ্রমিক আইন ব্যবস্থার এক গুরুত্বপূর্ণ অংশ। এই নিয়ম-বিধি গ্রামীণ শ্রমিকদের বেতন সুনিশ্চিত করতে সহায়ক হবে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040