'শাংহাই গতি' চীনা উন্নয়নশক্তির অন্যতম পরিচায়ক: সিআরআই সম্পাদকীয়
  2020-01-07 18:41:05  cri
জানুয়ারি ৭: তেস্‌লা গোষ্ঠীর সিইও সম্প্রতি বলেন, 'শাংহাই গতি' সকলের কাছেই বিস্ময়কর। আজকের চীন নিজের শক্তিশালী সুবিধা কাজে লাগিয়ে বৈদেশিক পুঁজি আকর্ষণ করছে। বস্তুত, 'শাংহাই গতি' চীনা উন্নয়নশক্তির অন্যতম পরিচায়ক।

শাংহাই 'ছাও চি' কারখানা হচ্ছে চীনে তেস্‌লা গোষ্ঠীর প্রথম কারখানা। এই কারখানায় প্রচুর রোবট ও স্বয়ংক্রিয় উত্পাদন লাইন রয়েছে। বর্তমানে চীনা অর্থনীতি উচ্চ গুণগত মানের উন্নয়নের পথে চলছে। এই প্রক্রিয়ায় বিদেশি পুঁজি বিনিয়োগের কাঠামো অব্যাহতভাবে সুবিন্যস্ত হয়েছে।

'শাংহাই গতি' চীনা বাজারে বিদেশি পুঁজি বিনিয়োগ বাড়িয়েছে। চীন কেবল যে ঐতিহ্যবাহী গাড়ির সর্বোচ্চ বাজার তা নয়, নতুন জ্বালানিচালিত গাড়ির সর্বোচ্চ বাজারও বটে। তেস্‌লা গোষ্ঠীর সিইও জানান, চীনা বাজারের চাহিদা অনুযায়ী, সংশ্লিষ্ট পণ্যের গবেষণা দু'পক্ষের জন্য কল্যাণকর।(ওয়াং হাইমান/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040