চীনে মেধাস্বত্ব বন্ধকের মাধ্যমে ঋণ দেওয়া হবে
  2020-01-08 10:55:48  cri
জানুয়ারি ৮: ২০২০ সালে চীনের রাষ্ট্রীয় মেধাস্বত্ব ব্যুরো মেধাস্বত্ব বন্ধকের মাধ্যমে ঋণ বিতরণের পরিমাণ বাড়াবে। যাতে মেধাস্বত্ব ও অর্থনৈতিক উন্নয়ন গভীরভাবে যুক্ত হয়।

সম্প্রতি বেইজিংয়ে অনুষ্ঠিত দেশের মেধাস্বত্ব-সংশ্লিষ্ট সম্মেলন থেকে এ তথ্য জানা গেছে।

এক পরিসংখ্যানে দেখা গেছে, ২০১৯ সালে চীনে ৪ লাখ ৫৩ হাজার পেটেন্ট অনুমোদন দেওয়া হয়েছে। নতুন ধরনের পেটেন্টের সংখ্যা ১৫ লাখ ৮২ হাজার। দেশে প্রতি দশ হাজার মানুষে পেটেন্টের সংখ্যা গড়ে ১৩.৩টি। 'ত্রয়োদশ পাঁচসালা পরিকল্পনা' অনুযায়ী নির্ধারিত সময়ের আগেই তা বাস্তবায়িত হয়েছে।

চীনের রাষ্ট্রীয় মেধাস্বত্ব ব্যুরোর প্রধান শেন ছাং ইয়ু জানান, গত বছর চীনের মেধাস্বত্বের গুণগতমান এবং মুনাফা দ্রুত গতিতে বৃদ্ধি পায়।

তিনি বলেন, গত বছর চীনে মেধাস্বত্ব বন্ধক রেখে ঋণের মোট পরিমাণ ১৫০ বিলিয়ন ইউয়ান ছাড়িয়ে গেছে। গত বছরের প্রথম ১১ মাসে চীনের মেধাস্বত্ব ব্যবহার করে আমদানি-রপ্তানির পরিমাণ ৩৭.১ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছায়।

(শুয়েই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040