২০১৯ সালে চীনে ১০ হাজার জনে পেটেন্ট পাওয়ার পরিমাণ ১৩.৩টি
  2020-01-08 19:12:48  cri
জানুয়ারি ৮: ২০১৯ সালে চীনে ১০ হাজার জনে পেটেন্ট পাওয়ার পরিমাণ ১৩.৩টি। এর মধ্যে কার্যকর ট্রেডমার্ক নিবন্ধিত সংখ্যা ২ কোটি ৫২ লাখ ১৯ হাজার , গড়ে ৪.৯টি বাজারে ১টি ট্রেডমার্ক রয়েছে। এর মানে এই যে, চীনের মেধাস্বত্ব সংক্রান্ত গুণগত মানের কার্যকারিতা অব্যাহতভাবে দ্রুততর উন্নয়নে চলে যাচ্ছে।

চীনের জাতীয় মেধাস্বত্ব ব্যুরোর মহাপরিচালক সম্মেলনে প্রকাশিত পরিসংখ্যানে বলা হয়, চীনে মেধাস্বত্ব তত্ত্ববাধানের গুণগত মান এবং তত্ত্বাবধানের কার্যকারিতা অব্যাহতভাবে বেড়ে যাচ্ছে। উচ্চ মূল্যের পেটেন্ট তত্ত্বাবধানের প্রয়োজনীয় সময়সীমা কমে দাঁড়িয়েছে ১৭.৩ মাসে। ট্রেডমার্ক নিবন্ধিত প্রক্রিয়ায় তত্ত্বাবধানের গড়ে সময়সীমা কমে দাঁড়িয়েছে ৪.৫ মাসে।

এদিকে, বিশ্ব মেধাস্বত্ব সংস্থা প্রকাশিত 'বৈশ্বিক নব্যতাপ্রবর্তন সূচক--২০১৯' শীর্ষক রিপোর্টে বলা হয়, এতে চীনের অবস্থান বেড়ে দাঁড়িয়েছে ১৪তম । বিশ্ব ব্যাংকের প্রকাশিত 'ব্যবসায়িক পরিবেশ রিপোর্ট --২০২০' শীর্ষক রিপোর্টে বলা হয়, চীনের ব্যবসায়িক পরিবেশ বিশ্বে ৩১ অবস্থানে দখল করেছে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040