লাওসের প্রধানমন্ত্রীর লিয়াং চিয়াং হ্য শহর পরিদর্শন
  2020-01-08 19:15:39  cri
জানুয়ারি ৮: চীন সফররত লাওসের প্রধানমন্ত্রী গতকাল (মঙ্গলবার) চীনের শান'সি প্রদেশের লিয়াং চিয়াং হ্য শহর পরিদর্শন করেন। আজ (বুধবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেং শুয়াং বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানিয়ে বলেন, চীনে বিশেষ করে লিয়াং চিয়া হ্যয়ের মতো চীনের মূল পর্যায়ের শহরে আসতে বিদেশি বন্ধুদের আহ্বান জানায় গত জানায় বেইজিং।

মুখপাত্র কেং শুযাং বলেন, লিয়াং চিয়া হ্য চীনের সংস্কার ও উন্মুক্তকরণ নীতির শুরুর সাক্ষী। সাম্প্রতিক বছরগুলোতে বহু বিদেশি শীর্ষনেতা লিয়াং চিয়া হ্য পরিদর্শন করেছেন। দারিদ্র্যবিমোচন, অর্থনৈতিক উন্নয়ন এবং প্রাকৃতিক পরিবেশ ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে লিয়াং চিয়া হ্যর অর্জনের ভূয়সী প্রশংসা করেন তাঁরা।

মুখপাত্র আরও বলেন, লাওসের প্রধানমন্ত্রী এবারের লিয়াং চিয়া হ্য পরিদর্শনের মাধ্যমে চীনা স্ববৈশিষ্ট্যসম্পন্ন সামাজিক ব্যবস্থাকে গভীরভাবে উপলব্ধি করতে পেরেছেন বলে চীন আশা করে।

উল্লেখ্য, ২০১৫ সালে যুক্তরাষ্ট্র সফরকালে লিয়াং চিয়ে হ্যর উদাহরণ দিয়ে চীনের সংস্কার ও উন্মুক্তকরণের পর চীনের উন্নয়ন-প্রক্রিয়া তুলে ধরেন প্রেসিডেন্ট সি চিন পিং। (ওয়াং হাইমান/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040