হংকং ইস্যুতে হস্তক্ষেপ করার কোনো অধিকার যুক্তরাষ্ট্রের নেই: বেইজিং
  2020-01-08 19:50:20  cri
জানুয়ারি ৮: হংকং ইস্যু চীনের অভ্যন্তরীণ বিষয়। যুক্তরাষ্ট্রসহ কোনো দেশ, সংস্থা বা ব্যক্তির হংকংয়ের কোনো বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার নেই। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেং শুয়াং আজ (বুধবার) বেইজিংয়ে নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।

মুখপাত্র বলেন, হংকং মাতৃভূতিতে ফিরে আসার পর সংবিধান ও হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের মৌলিক আইন অনুযায়ী হংকং পরিচালিত হয়ে আসছে। 'এক দেশ, দুই ব্যবস্থা' ও 'হংকংয়ের নাগরিকদের দ্বারা হংকং শাসন' নীতি কার্যকর আছে। হংকংয়ের নাগরিকরা বিভিন্ন অধিকার ও স্বাধীনতা উপভোগ করেন। আন্তর্জাতিক সমাজ তা অবগত আছে।

মুখপাত্র আরও বলেন, যুক্তরাষ্ট্রের কোনো কোনো মহল চীনা বৈশিষ্ট্যময় সমাজতান্ত্রিক ব্যবস্থার বিরাট সাফল্য মেনে নিতে পারেন না। চীনের জনগণের সমর্থনপুষ্ট সিপিসি'কে তারা সহ্য করতে পারেন না। এ ধরনের মনোভাব আধুনিক যুগের সাথে মানানসই নয়।

উল্লেখ্য, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সম্প্রতি এক প্রেস ব্রিফিংয়ে 'চীন-ব্রিটেন যৌথ ঘোষণা' অনুযায়ী হংকংয়ের আইনগত স্বাধীনতা ও মুক্তি নিশ্চিত করার দাবি জানান। (ছাই/আলিম/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040