মধ্যপ্রাচ্য পরিস্থিতির অবনতি কোনো পক্ষের জন্য অনুকূল হবে না: সিআরআই সম্পাদকীয়
  2020-01-08 20:01:00  cri
জানুয়ারি ৮: বর্তমানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। ইরানের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা নিহত হওয়ার পর আন্তর্জাতিক সমাজ অনুমান করছিল যে, ইরান প্রতিশোধ গ্রহণ করবে। মার্কিন বাহিনীকে 'সন্ত্রাসী' হিসেবে চিহ্নিত করার পর ইরান আজ (বুধবার) ভোরে ইরাকে মার্কিন বাহিনীর ঘাঁটিতে ডজন খানেক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ইরানি গণমাধ্যম বলছে, এতে ৮০ জন মার্কিন সেনা নিহত হয়েছে। আর যুক্তরাষ্ট্র বলেছে, হামলায় হতাহত ও ক্ষতি মূল্যায়ন করা হচ্ছে এবং পার্সিয়ান উপসাগরে অভিযানে যাওয়ার জন্য মার্কিন জঙ্গিবিমানগুলো প্রস্তুত আছে। একই সময় ইউক্রেনের একটি বেসামরিক যাত্রীবাহী বিমান তেহরানে বিধ্বস্ত হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের লড়াই ধাপে ধাপে তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আসলে ইরান এখনই এতো বড় প্রতিশোধমূলক হামলা না-চালালেও পারতো। ইরানের প্রেসিডেন্ট ২০১৯ সালে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় ইরান ৪০ বছর ধরে সবচেয়ে গুরুতর অর্থনৈতিক পরিস্থিতিতে পড়ে গেছে।

এদিকে মার্কিন হামলায় ইরানি উচ্চপদস্থ সামরিক কর্মকর্তার হত্যাকাণ্ডকে আন্তর্জাতিক সমাজ সমর্থন করেনি। ব্রিটেন, ফ্রান্স ও জার্মানিসহ বিভিন্ন পাশ্চাত্য দেশ প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা করেছে।

বর্তমানে অনেক দেশ মধ্যপ্রাচ্য থেকে কূটনৈতিক সংস্থা ও কূটনীতিক প্রত্যাহার বা হ্রাস করতে শুরু করেছে। এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিতভাবেই সমগ্র বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ। (ছাই/আলিম/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040