চীনের রেডিও টেলিস্কোপ 'ফাস্ট' রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছে ও কাজ শুরু করেছে
  2020-01-12 18:52:08  cri

জানুয়ারি ১২: চীনের 'ফাস্ট' রেডিও টেলিস্কোপ গতকাল (শনিবার) রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছে এবং আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে। এটি বর্তমানে বিশ্বের বৃহত্তম রেডিও টেলিস্কোপ। এটি মহাকাশের অদেখা-অজানা অংশে অনুসন্ধানের কাজ করবে।

'চাইনিজ স্কাই আই' নামে খ্যাত এ টেলিস্কোপ ২০১৭ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট ১০২টি নতুন তারা খুঁজে পায়; যা ইউরোপ ও যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশের আবিষ্কৃত তারকার সমপরিমাণ।

স্বীকৃতি প্রদান অনুষ্ঠানে চীনের বিজ্ঞান-প্রযুক্তি একাডেমির কর্মকর্তা উ সিয়াং পিং ৬জন বিশেষজ্ঞের স্বীকৃত দলিল পড়ে শোনান। চীনের উন্নয়ন ও সংস্কার কমিশনের হাই-টেক বিভাগের মহাপরিচালক শেন জু লিন বলেন, চায়নিজ স্কাই আইের বিভিন্ন সূচক মুল মানদণ্ডের চেয়ে উন্নত। এটি আন্তর্জাতিকভাবে প্রথম শ্রেণীতে আছে। তাই এখন এ টেলিস্কোপ আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করতে পারে।

(রুবি/তৌহিদ/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040