ক্ষমতা ব্যবহারের সীমাবদ্ধতা ও তত্ত্বাবধান বাড়ানো হবে: সি চিন পিং
  2020-01-13 20:28:24  cri

জানুয়ারি ১৩: চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, চীনের প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং তাঁর ভাষণে জোর দিয়ে বলেন, সার্বিক ও কঠোরভাবে পার্টি প্রশাসনে অবিচল থাকবে চীন। সেই সঙ্গে, পার্টি ও দেশের তত্ত্বাবধান-ব্যবস্থা জোরদার করা হবে, ক্ষমতা ব্যবহারের সীমাবদ্ধতা ও তত্ত্বাবধান বাড়ানো হবে।

আজ (সোমবার) চীনের কমিউনিস্ট পার্টির ঊনবিংশ শৃঙ্খলা পরিদর্শনকারী কেন্দ্রীয় কমিশন বা সিসিডিআইয়ের চতুর্থ পূর্ণাঙ্গ অধিবেশন বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে এসব কথা বলেন সি।

তিনি বলেন, সিপিসি'র অষ্টাদশ কংগ্রেসের পর থেকে দেশের সমস্যা সমাধানের পথ খুঁজে পেয়েছে সিপিসি এবং কার্যকর একটি তত্ত্বাবধান-ব্যবস্থা গড়ে তুলেছে। এ পথ ও এ ব্যবস্থায় অবিচল থাকা এবং এ ব্যবস্থা সুসংবদ্ধ করা উচিত্ বলে উল্লেখ করেন চীনের প্রেসিডেন্ট।

(শিশির/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040