দারিদ্র্যবিমোচনে তত্ত্বাবধান জোরদার করবে চীন
  2020-01-13 20:41:25  cri
জানুয়ারি ১৩: চলতি বছর দরিদ্র অঞ্চলগুলোতে স্থানীয় মানুষের জন্য ক্ষতিকর সমস্যা সমাধান করা এবং দারিদ্র্যবিমোচনে তত্ত্বাবধান জোরদার করবে চীন। আজ (সোমবার) চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির শৃঙ্খলা পরিদর্শনকারী কমিশনের বার্ষিক পুর্ণাঙ্গ অধিবেশনে এ কথা বলেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।

তিনি বলেন, গণজীবিকা খাতে দূষণ নির্মূল ও জনগণের জন্য কল্যাণকর নীতি প্রণয়নসহ নানা ক্ষেত্রে তত্ত্বাবধান বাড়ানো হবে।

(রুবি/তৌহিদ/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040