নতুন বছর চীন-আফ্রিকা সহযোগিতা জোরদার হবে: সিআরআই সম্পাদকীয়
  2020-01-13 20:57:27  cri
জানুয়ারি ১৩: গত ৭ থেকে ১৩ জানুয়ারি চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই যথাক্রমে মিশর, জিবুতি, ইরিত্রিয়া, বুরন্ডি ও জিম্বাবুয়ে সফর করেছেন। গত ৩০ বছর ধরে প্রতিটি বসন্ত উত্সবে চীনের পররাষ্ট্রমন্ত্রী সর্বপ্রথম আফ্রিকা সফর করেন। এতে আফ্রিকার সঙ্গে চীনের দৃঢ় বন্ধুত্ব ও প্রজন্ম থেকে প্রজন্ম ধরে চলমান মৈত্রী প্রতিফলিত হয়েছে। ২০২০ সালে চীন-আফ্রিকা সহযোগিতা জোরদার হবে। আজ (সোমবার) চীন আন্তর্জাতিক বেতারের এক সম্পাদকীয়তে এসব মন্তব্য করা হয়েছে।

সম্পাদকীয়তে বলা হয়, ২০২০ সাল চীন-আফ্রিকা সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ। এ বছর হচ্ছে 'চীন-আফ্রিকা সহযোগিতামূলক ফোরাম' প্রতিষ্ঠার ২০তম বার্ষিকী এবং চীন-ঘানা ও চীন-মালিসহ নানা দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী। বিশেষ এ সময়ে চীন-আফ্রিকা দেশগুলোর নেতৃবৃন্দের গুরুত্বপূর্ণ মতৈক্য বাস্তবায়ন ও 'চীন-আফ্রিকা সহযোগিতামূলক ফোরামের' বেইজিং শীর্ষসম্মেলনের সিদ্ধান্ত বাস্তবায়নে ওয়াং ই এ সফর করেছেন।

(রুবি/তৌহিদ/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040