২০১৯ সালে চীনে জেলা ও থানা পর্যায়ে নতুন কর্মসংস্থানের পরিমাণ ১ কোটি ৩৫ লাখ ২০ হাজার
  2020-01-14 16:42:42  cri
জানুয়ারি ১৪: ২০১৯ সালে চীনে কর্মসংস্থান খাত স্থিতিশীল ছিল। সারা বছর জেলা ও থানায় নতুন কর্মসংস্থানের সংখ্যা ছিল ১ কোটি ৩৫ লাখ ২০ হাজার। কর্মচ্যুতির হার ছিল ৩.৬২ শতাংশ। যা চীন সরকারের পরিকল্পিত লক্ষ্য পূরণ করেছে। কর্মসংস্থান খাতে চীনের ২০১৯ সালের লক্ষ্য ছিল ১ কোটি ১০ হাজার। সেই সঙ্গে নিবন্ধিত কর্মচ্যুতির হার ৪.৫ শতাংশের মধ্যে রাখা হয়েছে।

চীনের জনশক্তি ও সামাজিক নিশ্চিতকরণ মন্ত্রণালয় আজ (মঙ্গলবার) বেইজিংয়ে এসব তথ্য দিয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী ২০১৯ সালে জনবহুল শিল্পপ্রতিষ্ঠান ও কষ্টকর শিল্পপ্রতিষ্ঠানগুলোকে কর্মচ্যুতি-সংক্রান্ত বীমায় অন্তর্ভুক্ত করা হয়। বীমাভুক্ত লোকের সংখ্যা ৭ কোটি ২৮ লাখ ৯৫ হাজার ছাড়িয়েছে। এ বছরের শেষ নাগাদ অবসর, কর্মচ্যুতি ও কাজে আহত-সংক্রান্ত বীমার আওতায় যথাক্রমে ৯৬ কোটি ৭০ হাজার, ২০ কোটি ৫০ হাজার, ২৫ কোটি ৫০ হাজার মানুষ অংশ নিয়েছে।

(রুবি/তৌহিদ/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040