চীনের বসন্ত উত্সবের গালা অনুষ্ঠানে ৮কে প্রযুক্তি ব্যবহৃত হবে
  2020-01-14 16:44:02  cri
জানুয়ারি ১৪: আজ (মঙ্গলবার) চায়না মিডিয়া গ্রুপের ২০২০ সালের বসন্ত উত্সবের গালা অনুষ্ঠানে ৫জি+৮কে, ৪কে ও ভিআর (ভার্চুয়াল রিয়েলিটি) ব্যবহৃত হবে। এদিন বেইজিংয়ের মিডিয়া সেন্টার থেকে এ ঘোষণা দেওয়া হয়। চীনের উপপ্রচারমন্ত্রী ও চায়না মিডিয়া গ্রুপের মহাপরিচালক শেন হাই সিয়োং, বিজ্ঞান-প্রযুক্তি মন্ত্রণালয়, শিল্প ও তথ্য মন্ত্রণালয়, হুয়াওয়েই গ্রুপের দায়িত্বশীল কর্মকর্তাসহ অনেক প্রতিনিধি এ অনুষ্ঠানে অংশ নেন।

জানা গেছে, ২০২০ সালের বসন্ত উত্সবের গালা অনুষ্ঠানের মূল ও সংশ্লিষ্ট হলে ৫জি ইন্টারনেট ব্যবহৃত হবে। গালা অনুষ্ঠান শুটিংয়ের সময় ৫জি+৮কে প্রযুক্তি ব্যবহৃত হবে। ৫জি, ৮কে, ৪কে ও ভিআরসহ নানা প্রযুক্তির কারণে অনুষ্ঠান উপভোগের সময় দর্শকরা নতুন অনুভূতি উপলব্ধি করতে পারবেন।

(রুবি/তৌহিদ/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040