বর্তমান বিশ্বের সবচেয়ে ভালো পরিবেশগত অঞ্চলের মধ্যে অন্যতম তিব্বত
  2020-01-14 17:10:31  cri

জানুয়ারি ১৪: সাম্প্রতিক বছরগুলোতে তিব্বতে প্রাকৃতিক নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে ও এ পরিকল্পনা অব্যাহত রয়েছে। ২০১৯ সালে জাতীয় প্রাকৃতিক নিরাপত্তা বেষ্টনী গঠনের জন্য তিব্বত প্রশাসন ১১৭০ কোটি ইউয়ান বিনিয়োগ করে। তিব্বতের সবগুলো শহরে বছরের ৯৯ শতাংশ সময় আবহাওয়ার গুণগত মান প্রথম শ্রেণীর এবং ভূপৃষ্ঠের পানির গুণগতমান শতভাগ ভালো।

ভবিষ্যতে পানিসম্পদ ও বনভূমি, তৃণভূমি, জলাভূমি ও মরুভূমির প্রাকৃতিক পরিবেশ রক্ষার ব্যবস্থা জোরদার করবে তিব্বত। সম্প্রতি শেষ হওয়া তিব্বত স্বায়ত্তশাসিত এলাকার একাদশ জাতীয় গণ-কংগ্রেসের তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনে এসব কথা বলা হয়েছে।

(শিশির/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040