চীনের বৈদেশিক বাণিজ্যের নতুন রেকর্ড বিশ্ব অর্থনীতিতে স্থিতিশীল শক্তি যোগ করেছে: সিআরআই সম্পাদকীয়
  2020-01-14 19:07:17  cri
জানুয়ারি ১৪: চীনের শুল্ক সদর দপ্তর আজ (মঙ্গলবার) এক পরিসংখ্যানে জানায়, ২০১৯ সালে চীনের বৈদেশিক বাণিজ্যের আমদানি-রপ্তানির পরিমাণ ছিল ৩১ লাখ ৫৪ হাজার কোটি ইউয়ান, যা আগের বছরের তুলনায় ৩.৪ শতাংশ বেশি। সারা বছর চীনের আমদানি-রপ্তানির পরিমাণ, আলাদাভাবে আমদানি ও রপ্তানির পরিমাণ ইতিহাসের নতুন রেকর্ড সৃষ্টি করেছে। বিশ্ব বাণিজ্যিক প্রবৃদ্ধির অচলাবস্থার প্রেক্ষাপটে চীনের বৈদেশিক বাণিজ্যে নতুন রেকর্ড অর্জনে চীনের অর্থনীতির প্রাণচাঞ্চল্য প্রতিফলিত হয়েছে। একই সঙ্গে তা বিশ্ব অর্থনীতির নিম্নমুখী চাপ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আজ (মঙ্গলবার) চীন আন্তর্জাতিক বেতারের এক সম্পাদকীয়তে এমন মন্তব্য করা হয়।

সম্পাদকীয়তে বলা হয়, ২০১৯ সালে একতরফাবাদ ও বাণিজ্য সংরক্ষণবাদের আঘাতে বিশ্ব বাণিজ্যে অচলাবস্থা দেখা দেয়। বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক রবার্তো আজেভেদো সম্প্রতি বলেন, বেশ কয়েকটি দেশের সরকার বাণিজ্যিক খাতে কিছু নিষেধাজ্ঞা জারি করেছে। এ কারণে গত বছর বৈশ্বিক আমদানির পরিমাণ ৭৪ হাজার ৭শ' মার্কিন ডলার কমেছে। জাতিসংঘ বাণিজ্য উন্নয়নবিষয়ক সম্মেলনে প্রকাশিত সর্বশেষ এক পরিসংখ্যানে বলা হয়, ২০১৯ সালে বিশ্বজুড়ে বৈদেশিক বাণিজ্যের বৃদ্ধি ২.৪ শতাংশ হতে পারে, যা আগের দুই বছরের চেয়ে অনেক কম। উল্লেখ্য, ২০১৭ সালের বাণিজ্যিক বৃদ্ধির হার ছিল ১০.৭ শতাংশ ও ২০১৮ সালে ছিল ৯.৭ শতাংশ।

(রুবি/তৌহিদ/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040