বিভিন্ন পক্ষের সঙ্গে কোরীয় উপদ্বীপের সুষ্ঠু পরিস্থিতি বজায় রাখতে চায় চীন
  2020-01-15 19:13:59  cri
জানুয়ারি ১৫: সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে কোরীয় উপদ্বীপের সুষ্ঠু পরিস্থিতি বজায় রাখতে চায় চীন। আজ (বুধবার) বেইজিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে এ-কথা বলেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেং শুয়াং।

মুখপাত্র বলেন, চীন বরাবরই কোরীয় উপদ্বীপের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করে আসছে এবং পরমাণু অস্ত্র মুক্তকরণের জন্য চেষ্টা চালিয়ে আসছে। চীন আলোচনার মাধ্যমে এ সমস্যা সমাধান করে উপদ্বীপের টেকসই উন্নয়নে অবিচল রয়েছে।

উল্লেখ্য, গতকাল (মঙ্গলবার) দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন সিউলে নববর্ষ উপলক্ষ্যে এক সাংবাদিক সম্মেলনে বলেন, উত্তর ও দক্ষিণ কোরিয়ার সম্পর্ক উন্নয়ন উত্তর কোরিয়া-যুক্তরাষ্ট্র বৈঠকের জন্য সহায়ক। চীন কোরীয় উপদ্বীপের পরমাণু মুক্তকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সংশ্লিষ্ট সমস্যা সমাধানে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সহযোগিতা জোরদার করবে চীন।

(রুবি/তৌহিদ/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040