অন্যান্য রাজনৈতিক পার্টির সদস্যদের বসন্ত উত্সবের শুভেচ্ছা জানিয়েছেন সি চিন পিং
  2020-01-15 19:34:11  cri

জানুয়ারি ১৫: চীনা জাতির ঐতিহ্যবাহী বসন্ত উত্সব উপলক্ষ্যে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং গতকাল (মঙ্গলবার) বিকেলে গণ-মহাভবনে বিভিন্ন রাজনৈতিক পার্টির কর্মকর্তা, জাতীয় শিল্প ও বণিক অ্যাসোসিয়েশনের দায়িত্বশীল কর্মকর্তা এবং নন-পার্টি ব্যক্তিবর্গের সঙ্গে মিলিত হন। এ সময় তিনি উপস্থিত প্রতিনিধিদের বসন্ত উত্সবের শুভেচ্ছা জানান।

সিপিসি'র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী সদস্য ও জাতীয় পরামর্শ সম্মেলনের চেয়ারম্যান ওয়াং ইয়াং এবং সিপিসি'র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী সদস্য ও উপপ্রধানমন্ত্রী হান চেং এতে উপস্থিত ছিলেন।

ল্যু চিয়ান বিভিন্ন প্রতিনিধির পক্ষ থেকে ভাষণ দেন। ভাষণে তিনি বলেন, ২০১৯ সালে সি চিন পিংকে কেন্দ্র করে সিপিসি'র কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে দৃঢ় পদক্ষেপে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে চীন। ২০২০ সালে ঐক্যবদ্ধ ফ্রন্টের সব সদস্য অব্যাহতভাবে সি চিন পিংয়ের নেতৃত্বে নতুন যুগে চীনের বৈশিষ্ট্যময় সমাজতান্ত্রিক চিন্তাধারায় চীনের পুনরুত্থানের স্বপ্ন বাস্তবায়ন করবে।

সি চিন পিং তার ভাষণে বলেন, ২০১৯ সাল ছিল অসাধারণ বছর। কঠিন ও পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যে চীন দেশীয় সংস্কার ও উন্নয়নে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে। এ বছর সিপিসি'র নেতৃত্বাধীন বহু রাজনৈতিক পার্টির সহযোগিতা ও রাজনৈতিক পরামর্শ সম্মেলন গঠনের ৭০তম বার্ষিকী। বিভিন্ন রাজনৈতিক পার্টি, জাতীয় শিল্প ও বণিক অ্যাসোসিয়েশন ও নন-পার্টির ব্যক্তিরা সিপিসি'র নেতৃত্বে যৌথভাবে প্রচেষ্টা চালিয়েছে এবং চীনের অগ্রগতিতে ব্যাপক অবদান রেখেছে।

তিনি আরও বলেন, ২০২০ সালে সার্বিক সচ্ছল সমাজ গঠন ও দারিদ্র্যবিমোচনের চূড়ান্ত প্রচেষ্টার নির্ণায়ক বছর। এ বছর সবার প্রতি সিপিসি'র ঊনবিংশ কংগ্রেস, কংগ্রেসের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ অধিবেশনের চেতনার লক্ষ্যগুলো বাস্তবায়নের জন্য যৌথ প্রচেষ্টা চালাবে বলে আশা করেন সি চিন পিং।

(রুবি/তৌহিদ/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040