আন্তর্জাতিক সংস্থা ও মার্কিন শিল্প ও বাণিজ্য মহলের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাত করলেন লিউ হ্য
  2020-01-16 13:52:16  cri
জানুয়ারি ১৬: চীনের কমিউনিস্ট পার্টি সিপিসি'র কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য, উপ-প্রধানমন্ত্রী ও চীন-মার্কিন সার্বিক অর্থনৈতিক সংলাপের চীন পক্ষের দায়িত্বশীল কর্মকর্তা লিউ হ্য গতকাল (বুধবার) ওয়াশিংটনে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চেয়ারম্যান ক্রিস্টালিনা জর্জিভা, ইউএস চেম্বার অফ কমার্সের চেয়ারম্যান থমাস ডোনহুয়ে ও যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য কমিশনের চেয়ারম্যান ক্রেগ অ্যালেনের সঙ্গে সাক্ষাত্ করেছেন।

লিউ হ্য বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, ইউএস চেম্বার অফ কমার্স ও যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য কমিশন দু'দেশের আর্থ-বাণিজ্যিক সংলাপের জন্য ইতিবাচক ভূমিকা পালন করেছে। দু'দেশ সমতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে প্রথম পর্যায়ের আর্থ-বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করেছে। এটি চীন, যুক্তরাষ্ট্র ও বিশ্বের জন্য কল্যাণকর এবং বিশ্বের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধিতে সহায়ক।

জর্জিভা দু'দেশের প্রথম পর্যায়ের আর্থ-বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরে জন্য অভিনন্দন জানান।

ডোনহুয়ে ও অ্যালেন বলেন, এই চুক্তিতে বিভিন্ন প্রতিষ্ঠান ও বাজার উপকৃত হবে।

(ছাই/তৌহিদ/ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040