চীন-মার্কিন আর্থ-বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর বিশ্ব অর্থনীতির জন্য সহায়ক: মার্কিন অর্থনৈতিক মহল
  2020-01-16 13:55:14  cri
জানুয়ারি ১৬: চীন-মার্কিন প্রথম পর্যায়ের আর্থ-বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান গতকাল (বুধবার) হোয়াইট হাউসে আয়োজিত হয়। চীনা কমিউনিস্ট পার্টি সিপিসি'র কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য, উপ প্রধানমন্ত্রী ও চীন-মার্কিন সার্বিক অর্থনৈতিক সংলাপের চীন পক্ষের দায়িত্বশীল কর্মকর্তা লিউ হ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন। মার্কিন বাণিজ্যিক মহল চুক্তি স্বাক্ষরকে স্বাগত জানায়। কোনও কোনও মার্কিন অর্থনীতিবিদ ও আঞ্চলিক প্রশাসক মনে করেন, এই চুক্তি আঞ্চলিক অর্থনীতি, দু'দেশের অর্থনীতি ও বিশ্ব অর্থনীতি জোরদারে সহায়ক।

মার্কিন অর্থনীতিবিদ ডেভিড পল গোল্ডম্যান মনে করেন, চুক্তিতে দু'দেশ উপকৃত হয়েছে এবং বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি জোরালো হবে।

যুক্তরাষ্ট্র-চীন জাতীয় বাণিজ্য কমিশনের চেয়ারম্যান ক্রেগ অ্যালেন মনে করেন, চুক্তি স্বাক্ষরে দু'দেশের জনগণ উপকৃত হবে এবং এটি বিশ্বের উন্নয়নে সহায়ক।

জে পি মরগান চেজ অ্যান্ড কোম্পানির প্রধান অর্থনীতিবিদ ব্রুস কাসম্যান মনে করেন, চীন-মার্কিন প্রথম পর্যায়ের আর্থ-বাণিজ্যিক চুক্তি ২০২০ সালে বিশ্ব অর্থনীতি উন্নয়নে ইতিবাচক ভূমিকা পালন করবে।

নিউইয়র্কের ব্রুকলিন এলাকার প্রধান এরিক অ্যাডামস মনে করেন, চুক্তি স্বাক্ষর দু'দেশের স্বাভাবিক আর্থ-বাণিজ্যিক অংশীদারি সম্পর্ক পুনরুদ্ধারের প্রথম ধাপ। যদি বাণিজ্যিক সংঘাত শেষ হয়, তাহলে দু'দেশ অভিন্ন কল্যাণ অর্জন করবে।

(ছাই/তৌহিদ/ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040