আসন্ন বসন্ত উৎসবের অনুষ্ঠানে উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহার দেখা যাবে
  2020-01-17 10:01:57  cri
জানুয়ারি ১৭: সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপ বা সিএমজি'র ২০২০ সালে বসন্ত উৎসব অনুষ্ঠানে ৫জি+৮কে/৪কে/ভিআর-এর মতো উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহার-সংক্রান্ত অনুষ্ঠান বেইজিংয়ের মিডিয়া কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য, আসন্ন 'ইঁদুর বর্ষের' বসন্ত উৎসবে সিএমজি ৫জি+৮কে প্রযুক্তির মাধ্যমে মাল্টি-ক্যামেরা শুটিং করবে। এভাবে ৮কে সংস্করণ তৈরি করা হবে। ৫জি নেট-ভিত্তিক মোবাইল ও দৃশ্য শুটিংসহ ৪কে তথ্য অনুষ্ঠানও তৈরি করা হবে। এবারের অনুষ্ঠানে প্রথমবারের মতো ভার্চুয়াল নেটওয়ার্ক ইন্টারেক্টিভ প্রোডাকশন মোড (ভিএনআইএস) ব্যবহৃত হবে। সিএমজি'র মোবাইল প্ল্যাটফর্মে ২০২০ সালের বসন্ত উৎসবের ভিআর ও মাল্টি-ভিউ প্যানারোমিক লাইভ সরাসরি সম্প্রচার দেখতে পারবেন দর্শকরা। (ছাই/তৌহিদ/ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040