বিশ্ব অর্থনীতির উন্নয়নে পরিচালনামূলক ভূমিকা পালন করছে চীন: সিআরআই সম্পাদকীয়
  2020-01-17 17:31:08  cri
জানুয়ারি ১৭: আজ (শুক্রবার) চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো ২০১৯ সালের অর্থনৈতিক সূচক প্রকাশ করেছে। এ বছর চীনের জিডিপি'র মোট পরিমাণ ছিল ৯৯ লাখ ৮ হাজার ৬শ' ৫০ কোটি ইউয়ান, যা গত বছরের তুলনায় ৬.১ শতাংশ বেশি। তা ছাড়া, চীন গত বছর নির্ধারিত ৬-৬.৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য অর্জন করেছে। দেশি-বিদেশি চ্যালেঞ্জ বৃদ্ধির প্রেক্ষাপটে চীনের অর্থনীতি অব্যাহতভাবে বিশ্ব অর্থনীতি উন্নয়নে পরিচালনামূলক অবদান রেখেছে, যা প্রশংসনীয়। শুক্রবার চীন আন্তর্জাতিক বেতারের এক সম্পাদকীয়তে এসব মন্তব্য করা হয়েছে।

সম্পাদকীয়তে বলা হয়, ২০১৯ সালে চীনের অর্থনীতির পরিমাণ প্রায় ১০০ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে, যা বিশ্বের দ্বিতীয় স্থানে রয়েছে। চীন বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ৩০ শতাংশ অবদান রেখেছে। মাথাপিছু জিডিপি'র পরিমাণ ১০ হাজার মার্কিন ডলার ছাড়িয়েছে। এসময় চীনের অর্থনীতি স্থিতিশীল ছিল, যা বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নিশ্চয়তা প্রদান করেছে।

সম্পাদকীয়তে আরও বলা হয়, চীনের জিডিপি'র প্রবৃদ্ধির হার বিশ্বের প্রধান প্রধান অর্থনৈতিক সত্ত্বার মধ্যে প্রথম শ্রেণীতে রয়েছে, তাতে চীন ১ লাখ কোটি মার্কিন ডলারের বেশি পরিমাণ জিডিপি'র দেশের তালিকায় প্রথম স্থান অর্জন করে। বিশ্ব ব্যাংকের এ মাসের প্রকাশিত 'বিশ্ব অর্থনীতি পূর্বাভাস' অনুযায়ী ২০১৯ সালে উচ্চ পর্যায়ের আয়কারী দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ছিল ১.৭ শতাংশ এবং উন্নয়নশীল দেশগুলোর ৩.৭ শতাংশ। বিশ্ব অর্থনীতি হ্রাসের প্রেক্ষাপটে চীনের এই প্রবৃদ্ধি খুবই তাত্পর্যপূর্ণ বলে সম্পাদকীয়তে উল্লেখ করা হয়।

(রুবি/তৌহিদ/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040