রাজনৈতিক ও আইনী কাজের আধুনিকায়নের মান উন্নত করার নির্দেশ দিলেন সি চিন পিং
  2020-01-17 18:36:08  cri
জানুয়ারি ২৬: চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সম্প্রতি বেইজিংয়ে রাজনৈতিক ও আইনী কাজের আধুনিকায়নের মান উন্নত করার নির্দেশ দিয়েছেন।

সি চিন পিং বলেন, বিভিন্ন রাজনৈতিক ও আইনী সংস্থার উচিত চারটি চিন্তাধারার ভিত্তিতে আস্থা জোরদার করা এবং এ দু'টি ক্ষেত্রে সার্বিক সংস্কার গভীরতর করা; যাতে রাজনৈতিক ও আইনী কাজে আধুনিকায়নের মান বাড়ানো যায়।

প্রেসিডেন্ট আরও বলেন, সিপিসি'র বিভিন্ন স্তরের কমটির উচিত আঞ্চলিক উন্নয়ন সাধন ও নিরাপত্তা রক্ষায় রাজনৈতিক দায়িত্ব পালন করা, বিভিন্ন সংস্থার আইনগত দায়িত্ব পালনে সমর্থন দেওয়া, রাজনৈতিক ও আইনী কার্যক্রমে নীতিগত সমস্যা সমাধান করা এবং জনগণের কাছে আস্থাশীল আইনী দল গঠন করা।

(রুবি/তৌহিদ/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040