২০১৯ সালে রেনমিনপি'র বিনিময়-হার ছিল নমনীয়
  2020-01-18 15:00:59  cri
জানুয়ারি ১৮: ২০১৯ সালে চীনা মুদ্রা রেনমিনপি'র বিনিময়-হার ছিল নমনীয়। আর সমষ্টিগতভাবে এই বিনিময়-হার ছিল স্থিতিশীল। পাশাপাশি, চীনে বিদেশি পুঁজির প্রবাহ সমষ্টিগতভাবে স্থিতিশীল ছিল এবং বৈদেশিক মুদ্রার বাজারও ছিল ভারসাম্যপূর্ণ। চীনের জাতীয় বৈদেশিক মুদ্রা প্রশাসনের মুখপাত্র ওয়াং ছু ইং গতকাল (শুক্রবার) বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ সব কথা বলেন।

মুখপাত্র বলেন, গত বছর রেনমিনপি'র বিনিময়-হার যুক্তিযুক্ত, ভারসাম্যপূর্ণ ও স্থিতিশীল ছিল। বৈদেশিক মুদ্রার বাজারে সরবরাহ ছিল পর্যাপ্ত। বিদেশি পুঁজির বিনিয়োগ ও বিদেশি মুদ্রার বাজার ছিল সুষ্ঠু ও সুশৃঙ্খল।

তিনি আরও বলেন, ২০২০ সালে বহির্বিশ্বে অস্থিতিশীল ও অনিশ্চিত উপাদান থাকা সত্ত্বেও, চীনের অর্থনীতি বৈদেশিক মুদ্রার বাজারকে স্থিতিশীল রাখার ক্ষেত্রে নেতৃস্থানীয় ভূমিকা পালন করেছে। (লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040