পরস্পরকে শুভেচ্ছা জানালেন চীন ও ভিয়েতনামের প্রেসিডেন্টদ্বয়
  2020-01-18 15:58:31  cri
জানুয়ারি ১৮: আজ (শনিবার), চীন ও ভিয়েতনামের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৭০তম বার্ষিকী উপলক্ষ্যে, চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও দেশের প্রেসিডেন্ট সি চিন পিং এবং ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ও সেদেশের প্রেসিডেন্ট নুয়েন ফু ছাও পরস্পরকে শুভেচ্ছা জানান।

শুভেচ্ছাবার্তায় প্রেসিডেন্ট সি বলেন, দু'দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর বিগত ৭০ বছরে চীন ও ভিয়েতনামের সাবেক নেতৃবৃন্দ কর্তৃক রোপিত মৈত্রীর গাছে ফুল ফোটে এবং ফলও ধরে। নুতন পরিস্থিতিতে দু'দেশের বন্ধুত্ব সুসংহত ও পারস্পরিক সহযোগিতা গভীরতর করার ব্যাপারে গুরুত্বপূর্ণ মতৈক্য হয়েছে।

প্রেসিডেন্ট সি-কে পাঠানো শুভেচ্ছাবার্তায় ভিয়েতনামি প্রেসিডেন্ট বলেন, দু'দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর বিগত ৭০ বছরে দুই পার্টি, দেশ ও জনগণ হাতে হাত রেখে জাতীয় মুক্তি ও সমাজতন্ত্রের উন্নয়নে লক্ষ্যণীয় অবদান রেখেছে। ভিয়েতনাম বরাবরই চীনের সঙ্গে সম্পর্কোন্নয়নকে অগ্রাধিকার দিয়ে আসছে।

একইদিন চীনের প্রধানমন্ত্রী ও ভিয়েতনামের প্রধানমন্ত্রীও পরস্পর শুভেচ্ছাবার্তা বিনিময় করেন। (লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040