'শুভ চীনা নববর্ষ' শীর্ষক ধারাবাহিক অনুষ্ঠান বাংলাদেশে শুরু
  2020-01-19 18:46:59  cri
জানুয়ারি ১৯: 'শুভ চীনা নববর্ষ' শীর্ষক ধারাবাহিক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্প্রতি বাংলাদেশের রাজধানী ঢাকার জাতীয় থিয়েটারে উদ্বোধন হয়। বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত লি জি মিং, বাংলাদেশের সংস্কৃতি প্রতিমন্ত্রী, বাংলাদেশে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ও বিভিন্ন সামাজিক মহলের প্রতিনিধিসহ সহস্রাধিক অতিথি উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন।

অনুষ্ঠানে দেওয়া ভাষণে রাষ্ট্রদূত লি জি মিং বলেন, বাংলাদেশে চীনা দূতাবাস টানা ১০ বছর ধরে 'শুভ চীনা নববর্ষ' শীর্ষক অনুষ্ঠান আয়োজন করে আসছে। এর মাধ্যমে বাংলাদেশের বন্ধুরা চীনা সংস্কৃতি উপভোগ করতে পারছেন এবং চীনকে আরও ভালোভাবে জানতে পারছেন।

রাষ্ট্রদূত আরও বলেন, ২০২০ সাল হলো চীন ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪৫তম বার্ষিকী। বাংলাদেশের সঙ্গে একযোগে 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ বাস্তবায়ন করতে চায় চীন।

বাংলাদেশের সংস্কৃতি উপমন্ত্রী অনুষ্ঠানে বলেন, বাংলাদেশ ও চীনের মৈত্রীর দীর্ঘ ইতিহাস আছে। নববর্ষ উপলক্ষ্যে চীনা জনগণের সুখী ও সমৃদ্ধ জীবন কামনা করেন তিনি। (জিনিয়া/আলিম/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040