চীনে তাইওয়ানবিষয়ক কর্মসম্মেলন আয়োজিত
  2020-01-19 18:51:05  cri
জানুয়ারি ১৯: চীনের তাইওয়ানবিষয়ক কর্মসম্মেলন আজ (রোববার) বেইজিংয়ে আয়োজিত হয়। চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী সদস্য, চীনের গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের চেয়ারম্যান ওয়াং ইয়াং সম্মেলনে উপস্থিত ছিলেন।

সম্মেলনে ওয়াং ইয়াং বলেন, সবার উচিত দৃঢ়ভাবে শান্তিপূর্ণভাবে একীকরণ বাস্তবায়ন করা, 'এক দেশ, দুই ব্যবস্থা'র নীতিতে অবিচল থাকা, সার্বিকভাবে সচ্ছল সমাজ গড়ে তোলা, এবং দেশের সার্বিক একীকরণ ও চীনা জাতির মহান পুনরুত্থানের চীনা স্বপ্ন বাস্তবায়নের জন্য অবদান রাখা।

ওয়াং ইয়াং আরও বলেন, ২০২০ সালে তাইওয়ান প্রণালীর দু'তীরের পরিস্থিতি আরও কঠোর ও জটিল হবে। এ অবস্থায় 'একচীন নীতি'তে থাকতে হবে এবং দৃঢ়ভাবে তথাকথিত 'স্বাধীন তাইওয়ান' তত্পরতার বিরোধিতা করতে হবে। পাশাপাশি, তাইওয়ানবাসীর জন্য কল্যাণমূলক নীতি ও ব্যবস্থা জোরদার করতে হবে। সার্বিকভাবে প্রণালীর দু'তীরের বিনিময় ও সহযোগিতাও ত্বরান্বিত করতে হবে। তাইওয়ানের যুবকের জন্য মূল ভূভাগে লেখাপড়া ও কর্মসংস্থানের ভালো পরিবেশ সৃষ্টি করতে হবে। (শুয়েই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040